Site icon Jamuna Television

২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে শপিং মলও

সরকারি সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে রাজধানীর শপিং মল বন্ধের সময়ও বাড়ালো ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত রাজধানীর সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

শুক্রবার (১০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার সাধারণ ছুটি বাড়ানোয় দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

সমিতির সভাপতি তৌফিক এহসানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল তার সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

পরবর্তী সময়ে সরকার সাধারণ ছুটি আরও বাড়ালে শপিংমল, বাণিজ্যবিতান বন্ধের সময়সীমা আরও বাড়বে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বন্ধের সময় দুর্ঘটনা এড়াতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন, ওয়াসা ও বৈদ্যুতিক যন্ত্রাংশ বন্ধ রাখা এবং ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি।

Exit mobile version