Site icon Jamuna Television

রংপুরে টিসিবির অবৈধ পণ্যসহ আটক ১

রংপুর মহানগরীর পশ্চিম খাসবাগ এলাকায় অবৈধ টিসিবির পণ্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল হালিম নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদে শুক্রবার বিকেলে পশ্চিম খাসবাগ এলাকার আব্দুল হালিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১০৪ কার্টুন সয়াবিন তেল, ৫০ কেজি ওজনের ১৭ বস্তা চিনি, এক বস্তা ডাল ও ৩৭ কেজি খোলা সয়াবিন তেল জব্দ করা হয়।

এসময় আব্দুল হালিম নামে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি আরও জানান,ওই ব্যবসায়ী আজমল এবং আনোয়ার নামে টিসিবির ডিলার এর কাছে এই মালামাল গুলো ক্রয় করেছিল এবং তা তিনি খুচরা বাজারে বিক্রি করছিলেন।

Exit mobile version