Site icon Jamuna Television

দর্শক ছাড়াই আইপিএল চাইলেন কামিন্স

যে করেই হোক আইপিএল হওয়া চাই বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার প্যাট কামিন্স। দর্শকশূন্য মাঠে আইপিএল গড়ালেও তার কোন আপত্তি নেই বলে জানান তিনি।

করোনা প্রভাবে আইপিএলের এবারের আসর পিছিয়ে যাওয়ায় দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের পরামর্শ দিয়েছেন প্যাট কামিন্স। দর্শকদের সুরক্ষার জন্য নাকি এই প্রস্তাব আনা হয়েছে বলে বিবিসির এক সাক্ষাতকারে বলেন এই ক্রিকেটার।

উল্লেখ্য, গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের ১৩তম আসর। করোনার প্রাদুর্ভাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

এদিকে সমগ্র ভারতজুড়ে লকডাউনে পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় নিশ্চিতভাবে আরও পিছিয়ে যাবে আইপিএল। টুর্নামেন্টটি বাতিল হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। তবে ক্রিকেটের স্বার্থে টুর্নামেন্টটি চালু করতে চাইলেও সেটা খালি স্টেডিয়ামে আয়োজন করার পক্ষে মত দিয়েছেন কামিন্স। ১৫ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে নাম লেখানো এই পেসার বিবিসিকে জানান নিজের ভাবনার কথা।

Exit mobile version