Site icon Jamuna Television

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন আব্দুল মান্নান ইলিয়াস

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মো. আব্দুল মান্নান ইলিয়াস। সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে।

লিয়াকত আলী লাকীর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করবেন আব্দুল মান্নান ইলিয়াস।

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, “করোনা দুর্যোগের কারণে অফিস তো এখন বন্ধ। আমরা মৌখিকভাবে জেনেছি, অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নিয়োগ দেওয়া হয়েছে। নতুন মহাপরিচালক স্যার কবে দায়িত্ব বুঝে নেবেন, সে ব্যাপারে আমরা পরবর্তিত জানাবো।”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে লিয়াকত আলী লাকীর নিয়োগের পর ২০১১ সালের ৭ এপ্রিল, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি এবং ২০১৬ সালের ২৭ মার্চ, ২০১৮ সালের ১৯ মার্চ তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছিল সরকার। সবচেয়ে বেশি সময় মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Exit mobile version