Site icon Jamuna Television

২৫ জানুয়ারি পদ্মাবত-প্যাডম্যান লড়াই

বেশ বন্ধুর পথ পাড়ি দিয়ে দিতে হয়েছে সঞ্জয় লীলা বানসালি’র ‘পদ্মাবতী’কে। মুক্তির তারিখ ঠিক করা হয়েছিল ডিসেম্বরের প্রথম দিন। কিন্তু রাজপুত করণি সেনাদের তোপের মুখে তা আর হয়ে ‍ওঠেনি, পিছু হটতে হয়েছিল বানসালি’র পদ্মাবতীকে।

ইতিহাসবিদদের দেওয়া বিবিধ পরামর্শ মেনে কাটছাট ও অদল-বদল করেও রেহাই পাচ্ছিলেন তিনি। অবশেষে নাম পাল্টিয়ে পার পেলেন বানসালি- ‘পদ্মাবতী’র নাম রাখলেন ‘পদ্মাবত’। সিনেমাটির মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর ও রণবীর সিং।

নতুন নামে বিশাল বাজেটের এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি, ভারতের প্রজাতন্ত্র দিবসে। তবে বক্স অফিস ফাঁকা পাচ্ছে না পদ্মাবত। লড়াইয়ে নামতে হবে অক্ষয় কুমার অভিনীত প্যাডম্যানের সঙ্গে।

এখন দেখার বিষয়, আসছে প্রজাতন্ত্র দিবসে বক্স অফিসের লড়াইয়ে কে জয়ী হয়- পদ্মাবত নাকি প্যাডম্যান।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version