Site icon Jamuna Television

আমি নয়, এখন সব ক্রিকেটারই নিষিদ্ধ: সাকিব

করোনাভাইরাসের কারণে আমি নয়, এই মুহূর্তে সব ক্রিকেটারই নিষিদ্ধ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

ফেসবুক লাইভে এসে জাতীয় দলের সাবেক এ অধিনায়ক আরও বলেন, আমি সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ছিলাম। এখন নিষেধাজ্ঞায় আছি। আশা করি, তাড়াতাড়ি আবার ক্রিকেটে ফিরব। তবে এখন এই মুহূর্তে করোনাভাইরাসের কারণে সব ক্রিকেটারই নিষিদ্ধ হয়ে আছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা এই অলরাউন্ডার বাংলাদেশের এভারেস্টজয়ী নারী পর্বতারোহী ওয়াসফিয়া নাজনীন হায়দারের সঙ্গে ফেসবুক লাইভে মজা করে এমন মন্তব্য করেন সাকিব।

উল্লেখ্য, জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পাওয়ার পরও তা গোপন করায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা ভোগ করছেন সাকিব আল হাসান। এই সময়ে সমাজসেবা মূলক বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করেছেন সাকিব। করোনার প্রাদুর্ভাবের মধ্যে দেশের নিম্নআয়ের মানুষের জন্য সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন।

Exit mobile version