Site icon Jamuna Television

মানসিক লকডাউনে উহানের বাসিন্দারা!

আড়াই মাস পর লকডাউন প্রত্যাহার হলেও, স্বাভাবিক জীবনে ফিরতে পদে পদে ধাক্কা খেতে হচ্ছে উহানের মানুষকে। টানা ৭৬ দিন ঘরবন্দি থাকার অভ্যাস থেকে মানসিকভাবে বের হতে পারছেন না অনেকেই। জনসমাগম বা ভিড় দেখলে এখনও অস্বস্তি কাজ করছে তাদের। সহজে মিশতে পারছেন না কারো সাথে। করোনার ভয়াবহ অভিজ্ঞতায় স্বাভাবিক উহানেও তাই কেমন যেনো অস্বাভাবিক অবস্থা-অস্থিরতা আর জড়তা।

কাগজে-কলমে লকডাউন উঠলেও, অবশ্য, অস্বস্তি কাটেনি শহরবাসীর। অবরুদ্ধ সময়ের দৈনন্দিন রুটিন বদলে দিয়েছে জীবনযাত্রাই। দ্বিধা-দ্বন্দ্বের মধ্যেও অনেকে বের হচ্ছেন কাজে। হাসি-ঠাট্টার মাধ্যমে ভোলার চেষ্টা করছেন ভয়ংকর কালো অধ্যায়কে।

গেলো বছর ডিসেম্বরে, এক কোটি ১০ লাখ মানুষের এই শহরেই, প্রথম শনাক্ত হয় সম্পূর্ণ নতুন ধাঁচের ভাইরাস। পরে যা ছড়ায় সারা বিশ্বে।

চীন সরকারের হিসেবে, কেবল উহানে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আড়াই হাজার মানুষের। যদিও, পশ্চিমা গোয়েন্দাদের দাবি এ সংখ্যা অন্তত ১০গুণ বেশি।

Exit mobile version