Site icon Jamuna Television

টাঙ্গাইলে পালিয়ে থাকা এক করোনা আক্রান্ত রোগী আটক

টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়েও তা গোপন রেখে পালিয়ে থাকা মহিউদ্দিন নামে এক যুবক আটক করেছে পুলিশ।

গতরাতে ঘাটাইলের ঘোরারদেউলি থেকে আটক করা হয়। পরে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ঢাকার কুয়েত মৈত্রী হাসাপাতালে পাঠানো হয় তাকে। এ ঘটনায় ওই এলাকার ১২০টি পরিবারকে নির্দেশ দেয়া হয় হোম কোয়ারেন্টাইনে থাকার।

উপজেলা নির্বাহী অফিসার জানান, গেল সপ্তাহে কিডনী রোগে শেরেবাংলা নগর হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার করোনা উপসর্গ পাওয়ায় নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি কুর্মিটোলা হাসাপাতালে রেফার্ড করলে সে সেখান থেকে নিজ গ্রামে পালিয়ে যায়। পরে তার করোনা পজিটিভ জানতে পারলেও তা গোপন রেখে মানুষের সাথে মেলামেশা করে।

Exit mobile version