Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ৭ জনসহ মোট ১০৭ বাংলাদেশির প্রাণহানি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে মারা গেছেন আরও সাত বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৭ জনে। এরমাঝে, শুধু নিউইয়র্কের বাসিন্দাই ৯৮ জন।

শুক্রবার মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি ব্রঙ্কসের ব্যবসায়ী গিয়াস উদ্দীন। কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে ব্রঙ্কসের আইনস্টাইন হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

একদিন আগেই চিকিৎসক রেজা চৌধুরী, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্য জামিল সারোয়ার জনির বাবাসহ চারজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

Exit mobile version