Site icon Jamuna Television

করোনা থেকে সুস্থ হবার পর কাজে ফিরলেন নিউইয়র্কের ৬০০ পুলিশ সদস্য

করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হবার পরপরই আবার কাজে যোগদান করছেন নিউইয়র্ক পুলিশ বিভাগের ৬ শতাধিক সদস্য।

শুক্রবার এমন তথ্য জানিয়েছেন নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার ডেরমট শে। খবর মার্কিন গণমাধ্যম ডেইলি বিস্ট এর।

তিনি আরও জানান প্রায় ৩৭ হাজার সদস্যের এই বাহিনীতে অন্তত ২০ শতাংশ কর্মকর্তা করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত নিউইয়র্ক পুলিশের ১২ জন সদস্য করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এবং ১৯৩৫ জন সংক্রমিত হয়েছেন।

তিনি বলেন, ভাইরাস সংক্রমণের কারণে শহরের আইনশৃঙ্খলা রক্ষায় প্রভাব পড়লেও আমরা এখনই ঘাটতি পূরণে ১২ ঘণ্টার শিফট চালু করার মতো সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। আমাদের রিজার্ভ ফোর্স আছে তা দিয়ে আমরা ঘাটতি মোকাবেলার চেষ্টা করে যাচ্ছি।

Exit mobile version