Site icon Jamuna Television

এসআই করোনা আক্রান্ত, থানার সব পুলিশকে কোয়ারেন্টাইনে

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব থানার পুলিশের এসআই করোনায় আক্রান্ত হওয়ার পর থানায় কর্মরত ওসিসহ ৬৪ জন পুলিশকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তার মধ্য পুলিশ অফিসারসহ ৩৩ জনকে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম ভবনের রুমের কয়েকটি কক্ষে প্রাতিষ্ঠানিক ও বাসায় থাকা পুলিশ অফিসারসহ ৩১ জন পুলিশকে হোম কোয়ারেইন্টানে পাঠানো হয়। থানার সকল পুলিশ কোয়ারেন্টাইনে চলে যাওয়ায় এলাকার আইন শৃংখলা রক্ষার্থে ৪ জন এসআইসহ ৩৫ জন পুলিশ গতকাল শুক্রবার রাতেই ভৈরব থানায় যোগদান করে।

৬৪ জন পুলিশ ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবে। করোনায় আক্রান্ত পুলিশ অফিসারকে গতকাল শুক্রবার দুপুরে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এরআগে গত বৃহস্পতিবার ভৈরব থেকে করোনা সন্দেহে ৫ ব্যক্তির নমুনা পরীক্ষা করতে ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হয়েছিল। শুক্রবার দুপুরে ৫ জনের মধ্য ৪ জনের পরীক্ষার রিপোর্ট নেগেটিব আসলেও একজন পুলিশ অফিসারের রিপোর্ট পজেটিভ আসে। এরই প্রেক্ষিতে থানার ৬৪ জন পুলিশকে কোয়ারেন্টাইনে পাঠায়।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ বাহালুল খাঁন বাহার জানান, কিশোরগঞ্জের দুইজন অতিরিক্ত পুলিশ সুপার রাতে ৩৫ জন নতুন পুলিশ নিয়ে থানায় আসেন এবং ঘটনার বিস্তারিত অবগত হন। থানার ওসি মোঃ শাহিন ও আমিসহ থানার ৬৪ জন পুলিশ কোয়ারেন্টাইনে আছি। নতুন পুলিশ শুক্রবার রাত সাড়ে ৮ টায় থানায় যোগদান করেছে।

Exit mobile version