Site icon Jamuna Television

করোনা আতঙ্কে আত্মহত্যা, রিপোর্ট এল নেগেটিভ!

করোনার লক্ষণ নিয়ে দুশ্চিন্তায় আত্মহত্যা করে বসলো এক বৃদ্ধ। যদিও পরে রিপোর্টে দেখা গেছে তিনি করোনা আক্রান্ত ছিলেন না। এমন ঘটনা ঘটেছে ভারতের চেন্নাইয়ে।

জানা যায়, চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি হয় ওই বৃদ্ধ। আইসোলেশনে রেখে চিকিত্সাও শুরু হয়। নিশ্চিত হতে নমুনা গিয়েছিল করোনা পরীক্ষায়। কিন্তু, সেই রিপোর্টের অপেক্ষা আর করেননি ষাটে পা দেওয়া ওই বৃদ্ধ। হাসপাতালে সকলের নজর এড়িয়ে, নিজের ওয়ার্ডেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সেই রিপোর্ট এলে দেখা যায়, অযথাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ভাইরাস পরীক্ষার রিপোর্ট আসে নেগেটিভ। সূত্র: এই সময়

Exit mobile version