Site icon Jamuna Television

ক্লাস সেভেন থেকে কোনদিনই সিঙ্গেল ছিলাম না: রণবীর

কখনও অভিনেতা ইমরান খানের স্ত্রী অবন্তিকা, বা কখনও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা। এ নিয়ে অনেকের সাথেই শোনা গেছে রণবীর কাপুরের প্রেম কাহিনী। এবার ভাইরাল হল সেই পুরনো এমন একটি ভিডিও যেখানে রণবীর বললেন ১৩ বছর বয়স থেকে কোনদিনই সিঙ্গেল ছিলেন না তিনি।

ভিডিওতে জানিয়েছেন, ‘১৩ বছর বয়সে আমি ক্লাস সেভেনে ছিলাম, তখন থেকে আমি কোনও দিনই সিঙ্গেল ছিলাম না। কারণ আমার কোন না কোনভাবে প্রেমিকা জুটে যেত। আর সেই ভিডিওই এখন ভাইরাল নেট দুনিয়ায়।

রণবীর কাপুর বেশ কয়েকদিন ধরে ব্যস্ত ছিলেন ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান’ ছবিটি নিয়ে। এরপর যশরাজ গ্রুপের ‘শমশেরা’ ছবিটিতে শ্যুটিং শেষ করার কথা রয়েছে এই বলিউড তারকার। এর পরে আলিয়ার সাথে বিয়ের গুঞ্জনও চলছে বেশ।

Exit mobile version