Site icon Jamuna Television

দেশে গত ৬ দিনে সুস্থ হয়নি কেউ, করোনা রোগী বেড়েছে ৩৩৬

দেশে গত ৬ দিনে কোন করোনা শনাক্ত রোগী সুস্থ হয়নি। গত ৫ এপ্রিল ৩ জন সুস্থ হওয়ায় মোট ৩৩ জন সুস্থ হয়। এরপর থেকে থমকে আছে সুস্থ হওয়ার তালিকা। কিন্তু দেশে এই ছয় দিনে করোনা রোগী বেড়েছে ৩৩৬ জন। দেশে মোট করোনা আক্রান্ত রোগী ৪২৪ জন। গত ৫ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ছিলো ৮৮ জন। দেখা যায় ৬ দিনে ৩৩৬ জন রোগী শনাক্ত হলেও কেউ সুস্থ হোননি। আইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান পাওয়া যায়।

এছাড়া গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ৯ জনের। বর্তমানে মৃত্যুর সংখ্যা ২৭ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৬ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। ৮ মার্চ থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে দেশে মোট আক্রান্ত হয়েছে ৪২৪ জন। মোট মারা গেছেন ২৭ জন।

Exit mobile version