Site icon Jamuna Television

করোনা মোকাবেলায় টাঙ্গাইলে র‌্যাবের ব্যতিক্রমী বাজার ব্যবস্থাপনা

টাঙ্গাইল প্রতিনিধি:

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রাখতে টাঙ্গাইল র‌্যাবের ব্যতিক্রমী বাজার ব্যবস্থাপনা শুরু করেছে। আজ শনিবার সকাল থেকে টাঙ্গাইল শহরের বটতলা বাজারে টাঙ্গাইল র‌্যাব- ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এর উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এবং বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটি বাজারে জনসমাগম কমাতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে আমরা র‌্যাব-১২ এর পক্ষ থেকে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছি।

এখানে বাজার করতে আসা সকলকে জীবানুনাশক স্প্রে দিয়ে নির্দিষ্ট লাইনে বাজার করতে হবে। বাজার শেষে দুটি বের হওয়ার রাস্তা রয়েছে। সেখানেও জীবানুনাশক স্প্রে দিয়ে বের হতে হবে। আমরা চাই সবাই লাইন মেনে চলবে এবং করোনাভাইরাস থেকে রক্ষা পাবে।

Exit mobile version