Site icon Jamuna Television

‘ব্যাচেলর ডটকম’-এ দেখা যাবে জেসিয়াকে

অভিনয়ে নাম লেখালেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। ‘ব্যাচেলর ডটকম’ নামে একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে তার। নাটকটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা ইফতেখার শুভ।

যদিও কয়েক দিন আগে গণমাধ্যমকর্মীদের জেসিয়া বলেছিলেন, পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চাইছেন তিনি। তাহলে এবার অভিনয়ে কেন? জানতে চাইলে জেসিয়া বলেন, ভেবেছিলাম পড়াশোনায় মনোযোগ দেব। কিন্তু নাটকের গল্প আমার ভালো লেগেছে। এখানে আমি এক ছাত্রীর চরিত্রে থাকব। যে কিনা মানসিকভাবে একটু অন্যরকম। ভার্সিটির হোস্টেলে থাকে।

বহুল আলোচিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় বিজয়ী হন জেসিয়া ইসলাম। চীনে ‘মিস ওয়ার্ল্ড’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা হাতে নেতৃত্ব দেন। এবার অভিনয়ে নাম লেখালেন তিনি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version