Site icon Jamuna Television

তুষারে ঢাকা পড়েছে সাহারা মরুভূমি!

ধু ধু বালুময় মরুভূমি এখন তুষারে ঢাকা। আলজেরিয়ায় সাহারা মরুভূমির একাংশের অবস্থা এখন এমনই। ডেইলি মেইল জানিয়েছে, আইন সেফরা শহরে গতকাল রোববার ১৬ ইঞ্চি তুষাপাত হয়েছে। গত ৩৭ বছরের মধ্যে তৃতীয়বারের মতো সাহারার বিস্তীর্ণ এলাকা বরফে ঢাকা পড়লো।

নিচে কয়েকটি ছবিতে ফুটে ওঠেছে সেই দৃশ্য-

Exit mobile version