Site icon Jamuna Television

গহীন আমাজানেও আদিবাসীর করোনায় মৃত্যু

সারাবিশ্বে করোনাভাইরাস নিয়ে আতঙ্কে। বিভিন্ন দেশ শহরের লকডাউনের মধ্যে বিচ্ছিন্ন আমাজানে এক আদিবাসী কিশোর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন এই খবর প্রকাশ করে।

জানা যায়, উরারিকোইরা নদীর পাড়ে রিহেবে গ্রামের ইয়ানোমামি গোষ্ঠীর ১৫ বছর বয়সী ছেলেটি মারা যায় গত বৃহস্পতিবার। ৩ এপ্রিল থেকে ছেলেটিকে রোরাইমা জেনারেল হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছিল।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রী এ খবর নিশ্চিত করেছেন একটি সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘আমরা আজ ইয়ানোমামি গোষ্ঠীর একজনের করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছি। যা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে।’

গহীন অ্যামাজনে খনি শ্রমিকদের অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে এই ভাইরাস আদিবাসীদের মধ্যে ছড়িয়েছে বলে জানিয়েছে দ্য সোসিও এনভায়রনমেন্টাল ইনস্টিটিউট (আইএসএ)।

Exit mobile version