Site icon Jamuna Television

ঝিনাইদহে দরিদ্র মানুষের মাঝে জেলা পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহর থেকে গ্রামঅঞ্চলে হত দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে চলেছে ঝিনাইদহ জেলা পুলিশ। আজ শনিবার সকালে সাধুহাটি ইউনিয়নের আব্দুর রউফ ডিগ্রী কলেজ মাঠে অসহায় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

এসময় সদর উপজেলার ডাকবাংলা ক্যাম্পের অফিসার ইনচার্জ মোঃ মকলেসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে, সামাজিক দুরত্ব বজায় রেখে ১নং সাধুহাটি ইউনিয়রে দুইশত হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি চাল, ১ কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি ডাল ও সাবান। এই খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।

Exit mobile version