Site icon Jamuna Television

অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে বাগেরহাটে, ৫ জনকে আইসোলেশনে

বাগেরহাট প্রতিনিধি:

লকডাউনের পর রাজধানী ঢাকা থেকে এম্বুলেন্সে করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে
বাগেরহাটে আসা একই পরিবারের পাঁচজনসহ ৬ জনকে সদর হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে।

বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের কোদলা গ্রামের বাড়িতে আশ্রয় নেয়া নারী-শিশুসহ এই পরিবারটির সকল সদস্যের শরীরে উচ্চমাত্রার জ্বরসহ করোনার উপসর্গ থাকায় তাদের শনিবার দুপুরে সদর হাসপাতারের আইসোলেশনে নেয়া হয়েছে। একইসাথে হাসপাতালে ভর্তি থাকা এক বৃদ্ধকেও আইসোলেশনে নেয়া হয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলফার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তাদের ৬ জনের শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version