Site icon Jamuna Television

নিউইয়র্কে আরও ৪ বাংলাদেশির প্রাণহানি

নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন- গিয়াস উদ্দিন, আসাদ ইকবাল, আবদুল মান্নান ও আবদুস সাত্তার শিকদার। যুক্তরাষ্ট্রে এ নিয়ে ১০৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেল।

প্রাণঘাতী এই ভাইরাসে সেদেশে আক্রান্ত হয়েছে প্রায় ৫ লাখ ২ হাজার। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৪৭ জনের আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৭ হাজার ৩১৪ জন। এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মহামারী শুরু হওয়ার পর থেকে কোনো দেশে একদিনে এত মৃত্যুর ঘটনা এই প্রথম।

Exit mobile version