Site icon Jamuna Television

নতুন আক্রান্তদের মধ্যে কোন এলাকার কয়জন

দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়ছে ৫৮ জন। যাদের মধ্যে ১৪ জন ঢাকা শহরের। নারায়ণগঞ্জের ৮ জন। অন্যান্য জেলায় ৩৬ জন। নিয়মিত ব্রিফিংয়ে আজ এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, নতুন আক্রান্তের মধ্যে ৪৮ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন ১৭ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে আছেন ১৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।

Exit mobile version