Site icon Jamuna Television

সাধারণ ছুটির দাবিতে চা শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটির দাবিতে একযোগে মৌলভীবাজারের বিভিন্ন চাবাগানে প্রতিকী মানববন্ধন পালন করা হয়েছে। মানববন্ধনে চা-শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ চা-বাগান স্টাফ এসোসিয়েশনের প্রতিনিধিরাও অংশ নেন।

আজ সকালে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধন কর্মসূচি জেলার বিভিন্ন চা বাগানে পালিত হয়েছে। ১০ মিনিটের প্রতিকী এই আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করা হয়।

এসময় শ্রমিক প্রতিনিধিরা জানান, ইতোমধ্যেই চা-বাগানের মালিকপক্ষের সংগঠন বাংলাদেশিয় চা-সংসদসহ বিভাগীয় শ্রম দপ্তরে সাধারণ ছুটি ঘোষণার দাবি জানিয়ে লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু এটি কার্যকর না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, বাগানে করোনাভাইরাস সংক্রমিত হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের মতো চা বাগানে সাধারণ ছুটির দাবি জানিয়ে শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়।

Exit mobile version