Site icon Jamuna Television

৫০ লাখ রুপি দানের পরে ফের ৫ হাজার মানুষের দায়িত্ব নিলেন শচীন

করোনা সংকটে দেশের মানুষের পাশে দাড়াতে ইতিমধ্যে সরকারি তহবিলে ৫০ লাখ রুপি অনুদান করেছেন ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। তবে এতেই তৃপ্ত নন তিনি। এবার স্বেচ্ছাসেবী সংস্থা আপনালয়ের মাধ্যমে মুম্বাইয়ের ৫ হাজার মানুষের এক মাসের খাদ্যসামগ্রীর দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন শচীন।

সোশ্যাল মিডিয়ায় দেয়া সংস্থাটির খবরে এ তথ্য জানা গেছে। এক টুইটবার্তায় আপনালয় জানিয়েছে, লকডাউনকালে যারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন, তাদের সাহায্যের জন্য সংস্থার পাশে দাঁড়ানোয় টেন্ডুলকারকে ধন্যবাদ। উনি ১ মাসের জন্য ৫ হাজার মানুষের খাদ্যসামগ্রীর দায়িত্ব নিয়েছেন।

শচীন নিজেও সংকটময় মুহূর্তে স্বেচ্ছাসেবী সংস্থার এভাবে মানুষের পাশে দাঁড়ানোর প্রশংসা করেন টুইটারে। তিনি লেখেন, পীড়িত মানুষের সেবায় নিয়োজিত আপনালয়কে আমার শুভেচ্ছা। ভালো কাজে এভাবেই এগিয়ে যাও।

Exit mobile version