Site icon Jamuna Television

হবিগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বলেন, গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসার পথে চেকপোস্ট থেকে পুলিশ গাড়িসহ ১৬ জনকে আটক করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের নমুনা আইইডিসিআরে পাঠানো হলে আজ সকালে তাদের একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানায় কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন, আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। তিনি আরো জানান, আক্রান্তের সাথে থাকা অপর ১৫ জনকে আলাদা করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হচ্ছে। এছাড়া করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহের নির্দেশনা দেয়া হয়েছে।

পরে এক গণবিজ্ঞপ্তিতে তিনি সদর হাসপাতাল ও এর আশপাশের এলাকায় জনচলাচল নিষিদ্ধ ঘোষণা করেন।

Exit mobile version