Site icon Jamuna Television

দেশে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ৩১ থেকে ৪০ বছর বয়সীরা

দেশে করোনায় আক্রান্তদের বয়স ভিত্তিক হিসাব দিয়েছে আইইডিসিআর। তারা জানিয়েছে, এখন পর্যন্ত দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৩১ থেকে ৪০ বছর বয়সীরা। শতকরা হিসেবে যা ২২ ভাগ। নিয়মিত ব্রিফিংয়ে আজ এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, এরপরই রয়েছে ২১-৩০ বছর বয়সীরা। শতকরা হিসেবে এ বয়সীদের আক্রান্তের হার ১৯ ভাগ। ৪১ থেকে ৫০ বছর বয়সীদেরও আক্রান্তের হার একই।

এছাড়া নারী-পুরুষের আনুপাতিক হিসেবে আক্রান্তের হার যথাক্রমে ৩০ ভাগ ও ৭০ ভাগ।

দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮২ জন। আর মৃতের সংখ্যা ৩০ জন।

Exit mobile version