Site icon Jamuna Television

করোনায় আক্রান্তের খবর শুনে হাসপাতালেই আত্মহত্যা যুবকের

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনে হাসপাতালেই গলা কেটে আত্মহত্যা করলেন এক যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের অকোলার একটি স্থানীয় হাসপাতালে।

আত্মঘাতী ওই যুবকের বাড়ি আসামে। তার বয়স আনুমানিক তিরিশ বছর। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, গত মাসে দিল্লির নিজামউদ্দিনে তাবলীগের মারকাজের জামাতে যোগ দিয়েছিলেন ওই যুবক। সেখান থেকে ফিরে বেশ কয়েক জনের সঙ্গে গতমাসে মহারাষ্ট্রের অকোলায় গিয়ে ওঠেন।

সম্প্রতি করোনার লক্ষণ দেখা দিলে নিজেই স্থানীয় হাসপাতালে যান। গত কয়েক দিন ধরে ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই যুবক।

শুক্রবার সন্ধ্যায় তার নমুনার রিপোর্ট এলে দেখে যায়, তিনি কোভিড -১৯ ভাইরাসে আক্রান্ত। এরপর শনিবার সকালে আত্মহত্যা করেন তিনি।

হাসপাতাল সূত্রের বরাতে আনন্দবাজার আরও জানায়, আইসোলেশন ওয়ার্ডের শৌচালয়ে ব্লেড দিয়ে নিজের গলার নলি কেটে আত্মঘাতী হন ওই যুবক। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে।

Exit mobile version