Site icon Jamuna Television

মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলার আহ্বান ওবায়দুল কাদেরর

মতপার্থক্য ভুলে সব রাজনৈতিক, সামাজিক, ও পেশাজীবি সংগঠনকে ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে এক ব্রিফিংয়ে তিনি বলেন, একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ত্রাণ বিতরণের নামে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

এসময়, খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। সমাজের বিত্তবান ও দলের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবানও জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Exit mobile version