Site icon Jamuna Television

গাঁজা গাছসহ কলেজ শিক্ষার্থী আটক

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
পটুয়াখালীতে গাঁজা গাছসহ রিয়াজ ফকির (২২) নামের এক কলেজ শিক্ষার্থী‌কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব- ৮) এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

শনিবার সকালে সদর উপ‌জেলার খলিশাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, রিয়াজ ফকির সদর উপজেলার খলিশাখালী এলাকার মো. আশরাফ আলি ফকিরের ছেলে। সে পটুয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মাদকসেবী।
আটকের সময় রিয়াজ ফকিরের বাড়ির পাশে পুকুর পাড়ে একটি টবে লাগানো ৫টি গাঁজা গাছ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি নিজে সেবনের উদ্দেশে এই গাঁজা গাছগুলো গোপনে চাষ করে আসছিলেন।

উদ্ধারকৃত গাঁজা গাছসহ রিয়াজকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version