Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৪ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুনভাবে ৪ প্রবাসী বাংলাদেশি মারা গেলেন। ফলে, সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা ১১১।

শনিবার করোনায় মারা যাওয়াদের মধ্যে ৩ জনই নিউইয়র্কের নাগরিক। বাকি একজন মিশিগানের। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী।

চিকিৎসকরা জানিয়েছেন, তারা সবাই ষাটোর্ধ্ব মার্কিনী। শুক্রবার পর্যন্ত দেশটিতে, প্রবাসী বাংলাদেশির মৃত্যুসংখ্যা ছিলো ১০৭। যাদের মধ্যে রয়েছেন দুই জ্যেষ্ঠ চিকিৎসক।

বাংলাদেশ সোসাইটির হিসাব অনুসারে, এখন পর্যন্ত করোনায় মারা যাওয়াদের মধ্যে ১০১ জনই নিউইয়র্কের বাসিন্দা; বাকিরা অন্যান্য রাজ্যের। এখনও অনেক বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Exit mobile version