Site icon Jamuna Television

লকডাউন আরও দু’সপ্তাহ বৃদ্ধির ঘোষণা নরেন্দ্র মোদির

ভারতে দ্বিতীয় দফায় ফের দু’সপ্তাহ লকডাউন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে ৪ ঘণ্টার ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি। সেখানেই সর্বসম্মতিতে লকডাউনের সময় বৃদ্ধির পরামর্শ আসে। ভারতে ২১ দিনের লকডাউন শেষ হওয়ার কথা ছিলো মঙ্গলবার।

সেখানে মুখ্যমন্ত্রীরা জানান, তাদের কাছে মহামারি মোকাবেলায় পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই। কোভিড নাইনটিনের বিস্তার ঠেকাতে তাই মানুষকে ঘরে রাখার বিকল্প নেই।

ভারতে করোনাভাইরাসে এখন পর্যন্ত ২৪২ জন মারা গেছেন; আক্রান্ত সাড়ে ৭ হাজারের বেশি।

Exit mobile version