Site icon Jamuna Television

এবার ৩০ হাজার অসহায় মানুষের দায়িত্ব নিলো আর্সেনাল

ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনাল চলমান করোনা সংকটে ৩০ হাজারের বেশি অসহায় মানুষকে বিনামূল্যে খাবারের দায়িত্ব নিয়েছে। পাশাপাশি তাদের স্যানিটারি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির উপকরণও সরবরাহ করবে ক্লাবটি।

এছাড়া কোভিড-১৯ সংকট তহবিলে ৫০ হাজার পাউন্ড অনুদানসহ স্থানীয় সংস্থাগুলোতে ১ লাখ পাউন্ড করে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে আর্সেনাল। শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ইজলিংটনে ১৫ টন জরুরি জিনিসপত্র পাঠাতে তারা এইচআইএস চার্চের সঙ্গে যোগ দিয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং উলভারহ্যাম্পটনও বৃহস্পতিবার জাতীয় স্বাস্থ্য সংস্থার জন্য সহায়তা প্যাকেজ ঘোষণা করে।

Exit mobile version