Site icon Jamuna Television

চট্টগ্রামে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনা আক্রান্ত ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এটিই প্রথম স্বীকৃত মৃত্যুর ঘটনা। মৃত ব্যক্তি সাতকানিয়া উপজেলার পশ্চিম ডেমশা এলাকার আলী নগরের ইছামতি গ্রামের বাসিন্দা।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম জানান, ওই ব্যক্তি গত বৃহস্পতিবার মারা যান। নমুনা পরীক্ষার পর শনিবার রাতে জানা যায় তার করোনা ছিলো। ওই ব্যক্তির বাড়ি লকডাউনসহ মৃত দেহ যারা গোসল করিয়েছেন ও কবর দিয়েছেন তাদের শনাক্ত করে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

শনিবার চট্টগ্রামের বিআইটিআইডিতে ৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে মৃত ঐ ব্যক্তিসহ মোট তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী জানান, চট্টগ্রামে এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫৮৭ জনের নমুনা পরীক্ষার পর করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে এবং মারা গেছেন ১ জন।

Exit mobile version