Site icon Jamuna Television

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সবোর্চ্চ সংখ্যার হিসেবে এখন ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বিবিসি

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২০,০০০ এরও বেশি মানুষ মারা গেছে।

যুক্তরাষ্ট্রে একদিনেই ২ হাজারেরও বেশি মানুষের প্রাণহানির রেকর্ড করার পরই এই নতুন এই খবরটি আসে।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো শনিবার বলেছিলেন যে রাজ্যের মৃত্যুর সংখ্যা স্থিতিশীল হয়ে আসবে বলে মনে হয়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে বর্তমানে ৪ লাখ ৮১ হাজার ৮৪৯ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৪ লাখ ৭০ হাজার ৩৭৮ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ১১ হাজার ৪৭১ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছে।

সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। সেখানে গত ২৪ ঘণ্টায় ৭৮৩ জনসহ এ পর্যন্ত মারা গেছে ৮ হাজার ৬২৭ জন। এবং গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৮৬ জনসহ আক্রান্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ১৪৪ জন।

Exit mobile version