Site icon Jamuna Television

শীতকালীন অলিম্পিকে টিম পাঠাবে উত্তর কোরিয়া

শীতকালীন অলিম্পিকে দক্ষিণ কোরিয়ায় টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। এই দলে অলিম্পিকে প্রতিনিধিত্বকারী কর্মকর্তা, খেলোয়াড়, কলাকুশলী থাকছে। থাকছে উত্তর কোরিয়ার তায়কোয়ান্দ টিম, সংবাদকর্মী ও পর্যটক।

দুই কোরিয়া’র মধ্যে বহুল প্রতিক্ষীত শীর্ষ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় সময় সকাল ১০টায় পানমুনজাম এলাকায় আলোচনায় বসে প্রতিবেশী এই দু’দেশ।

বৈঠকে, উত্তর কোরিয়ার ৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউনিফিকেশন বিভাগ- সিপিআরসি’র চেয়ারপারসন রি সন গোওন।

ফেব্রুয়ারিতে আসন্ন শীতকালীন অলিম্পিকে পিয়ংইয়ং’র অংশগ্রহণকে কেন্দ্র করেই দীর্ঘ দু’বছর পর, নীরবতা ভাঙ্গলো প্রতিবেশী দু’দেশ। এবার এ অলিম্পিকের আয়োজক দক্ষিণ কোরিয়া।

কোরীয় উপকূলে চলমান উত্তেজনার মধ্যে এ বৈঠককে ইতিবাচকভাবে দেখছেন আন্তর্জাতিক মহল। সব পর্যায় থেকেই উঠেছে চিরবৈরী দু’দেশের মধ্যে সংকট সমাধানের আহ্বান। পারমাণবিক বোমার পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে, ২০১৫ সালে একক শিল্প এলাকা কেসং-এ বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ করে দক্ষিণ কোরিয়া। সেই এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলছে টানাপোড়েন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version