Site icon Jamuna Television

করোনা প্রতিরোধে আবারও সবাইকে ঘরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনাভাইরাস প্রতিরোধে আবারও সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অকারণে বাইরে গিয়ে কারো সাথে না মেশার তাগিদ দেন তিনি। সকালে গণভবন থেকে করোনা পরিস্থিতি নিয়ে খুলনা ও বরিশাল বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের স্বাগত বক্তব্যে এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, করোনার চিকিৎসায় এখন পর্যন্ত কোন সমাধান বের হয়নি; তাই ঘরে থাকাই একমাত্র সমাধান।

তিনি আরও বলেন, সারাবিশ্বের মানুষ ঘরে বন্দি, আমরা অনুরোধ যার যার ঘরে থাকবেন। কারো সাথে মেশামেশির দরকার নেই। যতটুকু প্রয়োজন ততটুকু করবেন। হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলার আহ্বানও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী জানান, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষিখাতে ৫ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়া হবে।

তিনি বলেন, এখন ফসল তোলার সময়। অনেক শ্রমিকের কাজ নেই, তাই কৃষি শ্রমিকরা কাজে যেতে চাইলে, পরিবহনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পহেলা বৈশাখের কোনো অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশও দেন শেখ হাসিনা।

Exit mobile version