Site icon Jamuna Television

প্রিমিয়ার লিগের খেলা চালু রেখেছে ইউরোপের দেশ বেলারুশ

ইউরোপের একমাত্র দেশ হিসেবে এখনও প্রিমিয়ার লিগের খেলা চালু রেখেছে বেলারুশ। তবে ইতোমধ্যে করোনা আতঙ্কে খেলা বয়কট করতে শুরু করেছে দর্শকরা।

দেশটির পশ্চিমের শহর গ্রোডনোয় স্থানীয় ক্লাবটি মুখোমুখি হয় এফসি বেলশিনা ববরুইস্কের। মাত্র ২৫৩ দর্শকের উপস্থিতিতে খেলাটি ড্র হয়।

তবে সেই দর্শকরাই প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর সমালোচনা করেন দেশটিতে লকডাউন ঘোষণা না করায়। এর আগে করোনাভাইরাসের আক্রমণ সে অর্থে কম থাকায় লিগ চালানোর সিদ্ধান্ত বহাল রাখে দেশটির ফুটবল ফেডারেশন। তবে এখন চিত্র বদলাচ্ছে।

এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ২৩ জনের।

Exit mobile version