Site icon Jamuna Television

এবার করোনায় আক্রান্ত নাট্যনির্মাতা

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন নাট্য নির্মাতা।

নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ‘ডিরেক্টরস গিল্ড’-এর সভাপতি সালাউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

এস এ হক অলিক বলেন, ‘আমাদের একজন সহযোদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েক দিন ধরেই নির্মাতা বন্ধুর সর্দি-কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন।বিষয়টি জানার পর আমরা তাকে হাসপাতালে যোগাযোগ করতে বলি।

তিনি বলেন, শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিকালে ডাক্তারি পরীক্ষার পর করোনা পজিটিভ আসে। বর্তমানে উত্তরার একটি হাসপাতালে তিনি আছেন। তার পুরো পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ আইসোলেশনে রাখা হয়েছে।

ডিরেক্টরস গিল্ডের একাধিক সদস্য জানান, আক্রান্ত নির্মাতা পুরুষ। তার বয়স ৪০-এর মতো। থাকেন উত্তরাতে।

Exit mobile version