Site icon Jamuna Television

সেই ‘চা কাকু’র সারাজীবনের দায়িত্ব নিলেন অভিনেত্রী মিমি

নেটিজেনদের সেই ‘চা কাকু’ ওরফে মৃদুলকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী।

শুধু তাই নয়, তার সারা জীবনের অন্নসংস্থানের দায়িত্ব নিয়েছেন মিমি। ভিডিও কলে চা কাকুর সঙ্গে কথাও বলেছেন যাদবপুরের এই এমপি।

সম্প্রতি লকডাউনে চা খেতে বেড়িয়ে হঠাৎ করেই ভাইরাল হন মৃদুল বাবু। ‘আমরা কি চা খাব না? চা খাব না আমরা?’— তার এই একটি কথা সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দেয়।

কিন্তু মৃদুলের কঠোর জীবন সংগ্রামের কথা সামনে আসতেই তৎপর হয়ে ওঠেন নেটিজেনরা। কারণ বাড়িতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

লকডাউন চলায় দিন এনে দিন খাওয়া মৃদুল এখন বেকার। দিন কাটছে অর্থকষ্টে— এ কথা প্রকাশ্যে আসতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন নেটাগরিকরা।

সেই খবর পৌঁছায় অভিনেত্রী মিমির কাছেও। মিমি বলেন, ‘আমার পেজে অনেকে ‘চা কাকু’র কথা প্রথম জানান। উনি যাদবপুরেরই মানুষ। আমার অফিস থেকে মৃদুল বাবুর ঠিকানা খুঁজে বার করা হয়। জানতে পারি খুব অসুবিধার মধ্যে রয়েছেন তিনি। এরপরই আমার টিমের লোকজন তার বাড়িতে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আসেন।

‘শুধু লকডাউন নয়। ভবিষ্যতেও যে কোনো অসুবিধায় আমাকে পাশে পাবেন মৃদুল বাবু। তার সারাজীবনের দায়িত্ব আমার।’

শুধু চা কাকুর দায়িত্ব নয়, তার ছেলের পড়াশোনার দায়িত্বও নিয়েছেন মিমি।

Exit mobile version