Site icon Jamuna Television

‘সারোগেট মাদার’ রূপে দেখা যাবে ঐশ্বরিয়াকে

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাইকে এবার ‘সারোগেট মাদার’ চরিত্রে দেখা যাবে। ‘জেসমিন’ নামের একটি চলচ্চিত্রে সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করতে রাজি হয়েছেন ‘অ্যাশ’।

তবে এই ছবিতে সারোগেট মায়ের ভূমিকায় আনুশকা শর্মার থাকার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে ওই চরিত্রে আনুশকা নন, ঐশ্বরিয়া রাই অভিনয় করবেন। যদিও ঐশ্বরিয়া এ নিয়ে এখনও মুখ খোলেননি।

ভারতীয় গণমাধ্যমের খবর, গুজরাটের এক নারীর জীবনের সত্য ঘটনা নিয়ে ছবিটি তৈরি হবে। যিনি নিজের সন্তান চাইতেন না। কিন্তু ‘সারোগেট মাদার’ হতে রাজি ছিলেন। সেটাই ছিল তার পেশা। কিন্তু একটা সময়ের পর ওই সন্তানদের প্রতি তিনি এতটাই টান অনুভব করেন যে, তাদের ফিরে পেতে চান।

প্রযোজক সংস্থার পক্ষ জানানো হয়েছে, ছবিটির মূল চরিত্রে ঐশ্বরিয়াকে নির্বাচন করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই শুরু হবে এই ছবির শুটিং। সিদ্ধার্থ এবং গরিমা যৌথভাবে এই ছবি পরিচালনা করার কথা।

যমুনা অনলাইন: টিএফ

 

 

Exit mobile version