Site icon Jamuna Television

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

করোনাভাইরাসের কারনে উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সরকারী নির্দেশনার আদলে অফিস ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তীতে ক্লাস পরীক্ষা শুরুর তারিখ যথাসময়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে জানিয়ে দেয়া হবে বলেও জানায় প্রশাসন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস বিশ্বব্যাপি মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে। তাছাড়া চলতি মাসের শেষ সপ্তাহে পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

Exit mobile version