Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে লকডাউন উপেক্ষা করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের অনেক গার্মেন্টস কারখানায় এখনো শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়নি। আবার অনেক কারখানায় শ্রমিকদের বেতন প্রদান না করে ছাঁটাই করে দেয়ার প্রতিবাদে নগরীতে লকডাউন ভেঙে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

শ্রমিকদের দাবি ফতুল্লা কায়েমপুর এলাকায় অবস্থিত ফকির নিট গার্মেন্টস কারখানায় শিক্ষানবিশ ৩ শতাধিক শ্রমিককে বেতন প্রদানের পর তাদের চাকরি থেকে ছাঁটাই করে দেয়া হয়। এর প্রতিবাদে শ্রমিকরা নগরীর চাষাড়া এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে।

এদিকে সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত চৈতি গার্মেন্টস কারখানায় কর্মরত স্টাফদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন। বেতন না পাওয়ায় অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে সিদ্ধিরগঞ্জের মুনলাক্স অ্যাপারেলস ও আর এ জেড গার্মেন্টস কারখানায় শ্রমিকরা বেতন দাবিতে জড়ো হয়। কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ ব্যাংক থেকে টাকা তুলতে পারেনি এ কারণে আজ শ্রমিকদের বেতন পরিশোধ করা যায়নি বলে জানায়। গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমিকদের আশ্বাস দেয় আগামী ১৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।

Exit mobile version