Site icon Jamuna Television

করোনা শনাক্ত হওয়া শতকরা ৫০ ভাগ রোগীই রাজধানীর

করোনাভাইরাসে দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩৯ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছে। মারা গেছে ৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬২১। আর মৃত্যু বেড়ে হয়েছে ৩৪। আক্রান্ত রোগীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী রয়েছেন ঢাকা শহরে। শতকরা ৫০ ভাগ রোগীই রাজধানীর।

রোববার দুপুরে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, শতকরা ৫০ ভাগ করোনা শনাক্ত রোগী ঢাকা শহরের। ঢাকা জেলা বাদে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় শনাক্তের সংখ্যা শতকরা ৩৫ ভাগ। এপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ, শতকরা ৬ ভাগ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৪০ জনের।

এছাড়া, গত ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।

Exit mobile version