Site icon Jamuna Television

ঢাকা থেকে দেশের দক্ষিণ অঞ্চলে নৌ চলাচল সীমিত

ঢাকা থেকে দেশের দক্ষিণ অঞ্চলে নৌ চলাচল সীমিত রয়েছে। যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধে নিয়মিত টহল দিচ্ছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক জানান, সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলে যেন কোনও যাত্রীবাহী নৌযান ছাড়তে না পারে সেদিকে কড়া নজর রাখা হয়েছে। লঞ্চ, ফেরি, স্টিমার ও খেয়াঘাটে বাড়তি কড়াকড়ি রয়েছে।

ঢাকা-চাঁদপুর, ভোলা-বরিশালসহ নৌরুটগুলোতে কোস্টগার্ডের জাহাজ ও বোটগুলো নিয়মিত টহল দিচ্ছে। কেবল পণ্যবাহী নৌযান ছাড়া অন্য কিছু যেন না চলে তা নিশ্চিতে তদারকি করছে কোস্টগার্ড।

Exit mobile version