Site icon Jamuna Television

লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিনিধি

করোনাভাইরাস ঝুঁকি মোকাবেলায় লক্ষ্মীপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউনে থাকবে লক্ষ্মীপুর। ঘোষণা অনুযায়ী সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা থেকে কোন মানুষ জেলার বাইরে যেতে পারবে না আবার বাইরে জেলার কোন মানুষ লক্ষ্মীপুরে প্রবেশ করতে পারবে না। এই আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নিবে জেলা প্রশাসন। এরআগে জেলায় প্রথম রামগঞ্জ উপজেলায় এক ব্যাক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তকে ঢাকাস্থ কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

Exit mobile version