Site icon Jamuna Television

কক্সবাজার বাঁকখালী নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র ইমনের লাশ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ৫ ঘণ্টা অভিযান চালিয়ে রোববার বিকেল ৫টার দিকে ইমনের লাশ উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার দুপুর ১টার দিকে রামুর বাঁকখালী নদীর চাকমারকুল-রাজারকুল মরহুম সংযোগ সেতু সংলগ্ন এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় দক্ষিণ চাকমারকুল মিয়াজী পাড়ার জসিম উদ্দিনের ছেলে ও বাংলাবাজার আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ইমন।

Exit mobile version