Site icon Jamuna Television

করোনা ওয়ার্ড থেকে পালিয়ে গেলো হাজতি

যশোর প্রতিনিধি:

যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সুজন হাতকড়াসহ গ্রিল ভেঙে পালিয়েছে। রোববার রাত পৌনে ১০ টার দিকে ওয়ার্ডের একটি জানালা ভেঙ্গে সে পালিয়ে যায়।

সুজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ এপ্রিল সন্ধ্যায় তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। করোনার লক্ষণ থাকায় ওই রাতেই তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু হয়েছে।

Exit mobile version