Site icon Jamuna Television

কলেজছাত্রীকে ধর্ষণ করে ভিডিওচিত্র ধারণের অভিযোগ; বন্ধু-বান্ধবীসহ অভিযুক্ত আটক

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের প্রলভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের অভিযোগে ইব্রাহিম হোসেন তানভীরসহ ৭ কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই অভিযুক্ত ইব্রাহিমের বন্ধু। অভিযুক্ত ইব্রাহিম জেলার উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার কামরুজ্জামান স্বপনের ছেলে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী সে।

গ্রেফতারকৃতরা হলো- উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্র বন্ধন, ছাত্রী পূর্ণতা, মিম ও রিফাত এবং ঢাকা কলেজের ছাত্র তুষার ও টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সুমন। তাদের মধ্যে বন্ধন ও পূর্ণতা পাবনার সাঁথিয়া উপজেলার বাসিন্ধা, বাকিরা উল্লাপাড়ার।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোশারফ হোসেন আকন্দ জানান, দুইমাস আগে ইব্রাহিম পাশাপাশি অবস্থানের সুবাদে রাজশাহী একটি কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের শুরু করে। একপর্যায়ে ছাত্রীটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে বেশ কয়েক দফা ধর্ষণ করে। এসময় কয়েকজন বন্ধু ও বান্ধবী ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে।

গত ১০ এপ্রিল নির্যাতনের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে ইব্রাহিম ও তার ৬ বন্ধুর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করে। ওই ৭ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। পরে রোববার দুপুরে তাদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আরও জানান, গ্রেফতার হওয়া শিক্ষার্থীরা জিজ্ঞাসাবাদে তাদের অপরাধের কথা স্বীকার করেছেন। এ ঘটনার আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Exit mobile version