Site icon Jamuna Television

স্কুল মাঠে বাজার বসাতে বলেছে সরকার

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু দেশের গ্রামীণ হাট বাজার ও কাঁচাবাজারগুলো এক্ষেত্রে অন্যতম বড় বাধা। এজন্য এখন থেকে পার্শ্ববর্তী স্কুলের মাঠে বা খোলা জায়গায় গ্রামীণ হাট বাজার ও কাঁচাবাজার স্থানান্তরের নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রোববার দেশের সব জেলা প্রশাসক, জেলা পরিষদ ও ‍উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এতে বলা হয়, দেশের গ্রামাঞ্চলের অধিকাংশ হাট-বাজার সংকীর্ণ স্থানে অবস্থিত। ফলে হাট-বাজারে অবস্থানরত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এই পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গ্রামীণ হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা বেচা করা প্রয়োজন। করোনাভাইরাসের সংক্রমণরোধে গ্রামীণ কাঁচা বাজারগুলো তুলনামূলকভাবে খোলা স্থানে স্থানান্তর করা হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব।

সরকারের এই চিঠির আগেই অবশ্য দেশের অনেক এলাকায় বাজার সাময়িক সময়ের জন্য বড় স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

Exit mobile version