Site icon Jamuna Television

রাজধানীতে করোনা আক্রান্তদের এলাকাভিত্তিক তালিকা

দেশে এখন পর্যন্ত যে ৬২১ করোনা রোগী শনাক্ত হয়েছেন, তার অর্ধেকই ঢাকায়। রোববার সকাল পর্যন্ত, রাজধানীতে ৩১৩ জনকে শনাক্ত করার কথা জানিয়েছে আইইডিসিআর।

সবচেয়ে বেশী রোগী পুরান ঢাকা, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, ধানমন্ডি, বাসাবোতে। শুধু মিরপুরের টোলারবাগেই আক্রান্ত ১৯ জন।

এছাড়া উত্তরায় ১৭, ওয়ারীতে ১৬, ধানমন্ডিতে ১৪, লালবাগে ১৩, মোহাম্মদপুরে ১২, বাসাবোতে ১২, যাত্রাবাড়িতে ১১, বনানীতে ৭, গ্রীন রোডে ৫, বসুন্ধরা আবাসিক এলাকায় ৪ জন শনাক্ত হয়েছে।

মিরপুর-১১ নম্বরে ১০ জন, ১২ নম্বরে ৮ জন ও মিরপুর ১ নম্বরে শনাক্ত হয়েছে ৫ জন।

Exit mobile version